kalerkantho

মঙ্গলবার । ৫ জুলাই ২০২২ । ২১ আষাঢ় ১৪২৯ । ৫ জিলহজ ১৪৪৩

‘মুজিব—দ্য মেকিং অব আ নেশন’ এবার জবাব দিলেন জেমী

রংবেরং প্রতিবেদক   

২৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘মুজিব—দ্য মেকিং অব আ নেশন’ এবার জবাব দিলেন জেমী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব—দ্য মেকিং অব আ নেশন’-এর বাংলাদেশি অংশের লাইন প্রডিউসার নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী। কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিনে ছবিটির ট্রেলার প্রকাশ পায়। ব্যয়বহুল এই ছবির ট্রেলার দেখে বাংলাদেশের বেশির ভাগ দর্শক হতাশ হয়। সমালোচনাও করে তারা।

বিজ্ঞাপন

সেই সমালোচনায় এর মধ্যে ছবির পরিচালক শ্যাম বেনেগাল থেকে শুরু করে অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা মুখ খুললেও চুপ ছিলেন জেমী। তিনি এখন আমেরিকায়। সেখান থেকেই সমালোচনার জবাব দিলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বইয়ের প্রচ্ছদ দেখে গোটা বইকে বিচার করা ঠিক নয়। ‘মুজিব’ ছবিটির ট্রেলার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিশিষ্টজনরা এই সমালোচকদের দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ গঠনমূলক সমালোচনা করছেন, অন্য ভাগ সমালোচনার জন্য সমালোচনা করছেন। যাঁরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করেন, তাঁদের উচিত হবে মুক্তির পর ছবিটি সম্পূর্ণ দেখা। যাঁর জীবনী নিয়ে চলচ্চিত্র তাঁর ভূমিকায় অভিনয় করা শিল্পীকে হুবহু যে তাঁরই মতো দেখতে হবে এমনটি ঠিক নয়। ” অনেক কথা লিখলেও ছবির তথ্যগত ভুল নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে জেমী পরিষ্কার কিছু জানাননি স্ট্যাটাসটিতে।সাতদিনের সেরা