kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

আদালতে জনিকে এক নারী

তুমিই আমার সন্তানের বাবা

রংবেরং ডেস্ক   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতুমিই আমার সন্তানের বাবা

জনি ডেপ

জনি ডেপ ও আম্বার হার্ডের মানহানি মামলার শুনানিতে চমকপ্রদ ঘটনার শেষ নেই। একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে। কখনো জানা যাচ্ছে একে অন্যকে মারধর করতেন সাবেক তারকা দম্পতি। আবার মধুচন্দ্রিমাতেই নাকি আম্বারকে মেরে ফেলতে চেয়েছিলেন জনি।

বিজ্ঞাপন

এবার ভরা মজলিসে জনিকে নিজের সন্তানের বাবা বলে দাবি করে বসলেন এক নারী! শুনানি চলাকালে আদালত কক্ষে হঠাৎ এক মহিলার চিৎকার, ‘আমি তোমাকে ভালোবাসি জনি!’ এটুকু বলে থামলে কথা ছিল না। কিন্তু পরক্ষণেই সঙ্গের শিশুটিকে দেখিয়ে সেই নারীর দাবি, ‘এই দেখো আমাদের সন্তান। তুমিই ওর বাবা!’

আদালতে উপস্থিত সবাই মুহূর্তের জন্য চুপ করে গেলেন। জনি তো হতভম্ব। একটু পর হাসির রোল ওঠে আদালতের সেই কক্ষে। সঙ্গে সঙ্গে সেই নারীকে আদালতের বাইরে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, এই নারী জনি ডেপের ভক্ত। মজার ছলেই এমন কাণ্ড ঘটিয়েছেন।সাতদিনের সেরা