kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

পরিচালনায় রোকাইয়া চমক

ইউনিটের সবাই নারী

রংবেরং প্রতিবেদক   

২৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইউনিটের সবাই নারী

রোকাইয়া জাহান চমক

অভিনেত্রী রোকাইয়া জাহান চমক প্রথমবার পরিচালনায় নাম লিখিয়েছেন। ‘চিড়’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এই চলচ্চিত্রের কাহিনিকার, প্রযোজক, চিত্রগ্রাহক, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে ব্যবস্থাপক পর্যন্ত সবাই নারী। ২১ মে থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।

বিজ্ঞাপন

দুই দিনের শুটিং শেষে গতকাল থেকে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। দুই বান্ধবীকে নিয়ে গল্প। চমক বলেন, ‘দুই বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন সেমন্তী সৌমি ও সামিরা খান মাহি। ছোট থেকে বড় হওয়া এবং তাঁদের জীবনের নানা দিক পরিবর্তনকে কেন্দ্র করে চলচ্চিত্রটি। শুটিংয়ের আগে বেশ কয়েক দিন ধরে টেবিল ওয়ার্ক করেছি। আমার প্রথম পরিচালনা, নানা বিষয় অজানা ছিল। সেগুলো আত্মস্থ করার পর শুটিংয়ে নেমেছি। এর মধ্যে রাশ দেখেছি। আমার কাছে মনে হয়েছে দর্শকদের ভালো লাগবে। ’

চমকের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান স্টার বক্স প্রোডাকশন চলচ্চিত্রটি প্রযোজনা করেছে। দেশ ও দেশের বাইরের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘চিড়’ প্রদর্শিত হবে, জানিয়েছেন চমক।

অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘ঈদের পর তিন সপ্তাহ বিরতি নিয়েছিলাম। এ স্বল্পদৈর্ঘ্যটির মাধ্যমে বিরতি শেষে ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুটিং স্পটে চমক দুর্দান্ত। আমার বিশ্বাস, তিনি পরিচালনায় ভালো করবেন। তাঁর জন্য শুভ কামনা রইল। ’

সেমন্তী সৌমি বলেন, ‘শুটিং স্পটে সবাই নারী। অন্য রকম একটা স্বাধীনতা ছিল। দারুণ উপভোগ করেছি আমরা। চলচ্চিত্রটির গল্প দারুণ। সবার নজর কাড়বে বলে মনে হচ্ছে। ’

চমক কোরবানির ঈদের জন্য একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করবেন। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে নায়ক-নায়িকাসহ বিস্তারিত জানাবেন।সাতদিনের সেরা