<p>দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তেমন কলকাতাতেও পেয়েছেন তিনবার ফিল্ম ফেয়ারসহ একাধিক পুরস্কার। এবার ১৮ মে জয়ার হাতে উঠল কলকাতার জনপ্রিয় সিনে ম্যাগাজিন ‘আনন্দলোক’ পুরস্কার। অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিটিতে শ্রাবণী চরিত্রে অভিনয় করে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারটি পান। পুরস্কার হাতে জয়া বলেন, ‘ধন্যবাদ অতনু ঘোষকে। সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে এলো। দীর্ঘ ১০ বছর পর আবার টলিপাড়ায় পুরস্কারের পসরা সাজাল আনন্দলোক। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। অতনু ঘোষের এই ছবিটি স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছামতো বাঁচার সমীকরণ জানিয়ে যায়।’</p>