নুসরত জাহান
► চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ও নৃত্যপরিচালক মিজানুর রহমান মিজান ও নাট্যকার ফজলুল করিম মারা গেছেন। ১৬ মে দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে মারা যান তিনি, জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি।
► অটিস্টিক মানুষদের নিয়ে কাজ করছে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর ‘সুন্দরম’। প্রতিষ্ঠানটির সঙ্গে অনেক দিন ধরে জড়িত অভিনেতা ফারুক আহমেদ।
বিজ্ঞাপন
► মেয়ে ইলহামকে নিয়ে গতকাল রাতের ফ্লাইটে কানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন নুসরাত ইমরোজ তিশা।
► আবারও বিতর্কে জড়িয়েছেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরত জাহান। তাঁর নির্বাচনী এলাকা বসিরহাটের দেয়ালে দেয়ালে কারা যেন পোস্টার লাগিয়েছে। তাতে লেখা ‘এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই। প্রচারে, প্রতারিত জনতা। ’ এ বিষয়ে অভিনেত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
► প্লাস্টিক সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা গেছেন ২১ বছর বয়সী ভারতীয় টিভি অভিনেত্রী চেতনা রাজ। শরীরে চর্বি জমে যাওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তা কমাতে বেঙ্গালুরুর একটি কসমেটিক হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের সময় ফুসফুসে পানি জমে যাওয়ায় তাঁর মৃত্যু হয়।
► ভার্জিনিয়ার আদালতে পঞ্চম সপ্তাহের মতো চলছে জনি ডেপ ও আম্বার হার্ডের মামলার শুনানি।