মনে পড়ে তোমাকে : অভিনয়ে রিয়াজ, রিয়া সেন, হুমায়ুন ফরীদি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। দুপুর ২টা ৪০ মিনিট, বৈশাখী টিভি।
গল্পসূত্র : রাজ ও রিয়া প্রতিবেশী।
বিজ্ঞাপন
ছোটবেলা থেকেই একে অন্যের সঙ্গে পরিচিত। তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের কর্তাদের দ্বন্দ্ব লেগেই থাকে। একসময় সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। রীতিমতো শত্রু বনে যায় দুই পরিবার। এরই মধ্যে রাজ ও রিয়া একে অন্যের প্রেমে পড়ে।