বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এক যুগ পর নতুন গান ‘আই লাভ ইউ’ প্রকাশ করেছেন। চাঁদরাতে প্রকাশ পাওয়া গানটি এরই মধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। মাত্র তিন দিনে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ১৯ লাখের বেশিবার। ১০ হাজারেরও বেশি মন্তব্য করেছে শ্রোতারা।
বিজ্ঞাপন
এক লাখের বেশি মানুষ গানটি পছন্দ করেছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসেই গানটি এক কোটির বেশি ভিউ পাবে। এরই মধ্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেমস। গানটি লেখার পাশাপাশি সুরও করেছেন তিনি। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। ড্রামস বাজিয়েছেন ফান্টি, কি-বোর্ড বাজিয়েছেন কাকন আর গিটারে ছিলেন রানা। মাউথ অর্গানে ছিলেন বাপ্পী ও বেস গিটারে ছিলেন শিমুল।