ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

এক বছর পর দেখা মিলল পপির

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
এক বছর পর দেখা মিলল পপির

গত এক বছর ধরে অভিনেত্রী সাদিকা পারভীন পপির খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে পপির বিয়ে ও সন্তান হওয়ার খবরও ছড়িয়েছে। কিন্তু সেসব বিষয়ে কথা বলতেও মিডিয়ার সামনে আসেননি অভিনেত্রী। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যখন জমে উঠেছে, তখনই আচমকা আগুনে ঘি ঢাললেন ‘কুলি’ অভিনেত্রী।

গতকাল এক ভিডিও বার্তায় নিজের অন্তর্ধান হওয়ার পেছনের কারণ বলতে গিয়ে পপি বলেন, ‘আমার মতো শিল্পী যে তিন-তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই কমিটি আমার সদস্য পদ বাতিলেরও চিঠি দিয়েছে। এত দিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি। আমার মতো শিল্পীরা যাঁরা ভিকটিম হয়েছেন, আমি তাঁদের কষ্টটাও বুঝতে পারি। এই নোংরামির জন্য আমার মান-সম্মানের ভয় ছিল, আমার জানের ভয় ছিল।

সব কিছু মিলিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি।’

ভব্যিষতে ক্যামেরার সামনে ফেরার আশাবাদ জানিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব। যদি এরা সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করব।’

শিল্পী সমিতির নির্বাচনে পপি সরাসরি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের পক্ষে ভোট চান।

গত বছরের শুরুর দিকে ‘ধোঁয়া’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল পপির। মার্চে শুটিং শুরুর হওয়ার আগে উধাও হয়ে যান তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ