kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

এক বছর পর দেখা মিলল পপির

রংবেরং প্রতিবেদক   

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএক বছর পর দেখা মিলল পপির

গত এক বছর ধরে অভিনেত্রী সাদিকা পারভীন পপির খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে পপির বিয়ে ও সন্তান হওয়ার খবরও ছড়িয়েছে। কিন্তু সেসব বিষয়ে কথা বলতেও মিডিয়ার সামনে আসেননি অভিনেত্রী। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যখন জমে উঠেছে, তখনই আচমকা আগুনে ঘি ঢাললেন ‘কুলি’ অভিনেত্রী।

বিজ্ঞাপন

গতকাল এক ভিডিও বার্তায় নিজের অন্তর্ধান হওয়ার পেছনের কারণ বলতে গিয়ে পপি বলেন, ‘আমার মতো শিল্পী যে তিন-তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই কমিটি আমার সদস্য পদ বাতিলেরও চিঠি দিয়েছে। এত দিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি। আমার মতো শিল্পীরা যাঁরা ভিকটিম হয়েছেন, আমি তাঁদের কষ্টটাও বুঝতে পারি। এই নোংরামির জন্য আমার মান-সম্মানের ভয় ছিল, আমার জানের ভয় ছিল। সব কিছু মিলিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। ’

ভব্যিষতে ক্যামেরার সামনে ফেরার আশাবাদ জানিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব। যদি এরা সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করব। ’

শিল্পী সমিতির নির্বাচনে পপি সরাসরি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের পক্ষে ভোট চান। গত বছরের শুরুর দিকে ‘ধোঁয়া’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল পপির। মার্চে শুটিং শুরুর হওয়ার আগে উধাও হয়ে যান তিনি।সাতদিনের সেরা