করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা তুষার খান। কয়েক দিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। তাঁর বাসাতেই কভিড পরীক্ষা করার ব্যবস্থা করেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ১৯ জানুয়ারি পজিটিভ ফল পান।
বিজ্ঞাপন
মঞ্চ, টিভি ও চলচ্চিত্র তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন তুষার খান। ১৯৮২ সালে নাট্যদল আরণ্যকে যোগ দেন। অভিনয় করেছেন ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’র মতো মঞ্চনাটকে।
টিভি নাটকে প্রথম জনপ্রিয়তা পান ধারাবাহিক ‘ইতিকথা’য়। চাষী নজরুল ইসলামের ‘আজকের প্রতিবাদ’-এর মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক। প্রয়াত সালমান শাহর সঙ্গে ‘বিক্ষোভ’ ছবিতে তাঁর অভিনয় মনে দাগ কেটেছিল দর্শকের।