► মা হতে যাচ্ছেন মডেল-উপস্থাপিকা বারিষা হক। গতকাল তিনি বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন।
► প্রযোজক ও মারপিট দৃশ্যের পরিচালক আরমান মুন্সীগঞ্জে একটি শুটিং স্পট করেছেন। ২১ জানুয়ারি সেখানে পিকনিক করেছেন চলচ্চিত্র তারকারা।
বিজ্ঞাপন
► বান্ধবী ইউলিয়া ভন্তুরের গানের ভিডিওতে মডেল হয়েছেন বলিউড তারকা সালমান খান। দ্বৈত গানটিতে ইউলিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক গুরু রণধাওয়া। ভিডিওতে সালমানের সঙ্গে মডেল হয়েছেন প্রজ্ঞা জসওয়াল।
► আর্নল্ড শোয়ার্জনেগারের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে।