ইয়ে কালি কালি আঁখে
আট পর্বের মিস্ট্রি-থ্রিলার সিরিজ ‘ইয়ে কালি কালি আঁখে’ ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠি, আঞ্চল সিং। সমালোচকরা সিরিজটি ততটা পছন্দ না করলেও সাধারণ দর্শকদের মধ্যে ভালোই জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি।
বিজ্ঞাপন