kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

প্রথমবার পুরুষের চরিত্রে মিম

রংবেরং প্রতিবেদক   

১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার পুরুষের চরিত্রে মিম

গতকাল একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন বিদ্যা সিনহা মিম। রনি ভৌমিকের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটিতে তিন চরিত্রে দেখা যাবে তাঁকে। মিম জানান, একই সঙ্গে তিনি স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন। বলেন, ‘এর আগে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি নাটকে এবং বিজ্ঞাপনচিত্রে।

বিজ্ঞাপন

কিন্তু কখনোই একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করিনি। মজার বিষয় হলো, এবারই প্রথম পুরুষ চরিত্রে দেখা যাবে আমাকে। দারুণ একটা অভিজ্ঞতা হলো বিজ্ঞাপনচিত্রটির শুটিং করতে গিয়ে। ’

মিম আরো জানান, ১৭ জানুয়ারি বিজ্ঞাপনচিত্রটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরীক্ষার ফল হাতে পাননি বলে সেদিন শুটিং হয়নি। অবশেষে গতকাল তিনি নেগেটিভ ফল হাতে পেয়েছেন। এ বিষয়টি নিয়ে বলেন, ‘আমার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। কিছু মানুষের অযথা খোঁচাখুঁচির কারণে পরীক্ষা করাতে হলো। আমি বরাবরই বলে এসেছি, করোনা হয়নি। এবার তাঁদের খাতা-কলমে দেখালাম যে আমিই ঠিক ছিলাম। ’সাতদিনের সেরা