‘মা’ ছবির পরিচালক অরণ্য আনোয়ারের সেলফিতে পরীমনি
১০ জানুয়ারি একই সঙ্গে বিয়ে ও মা হওয়ার খবর জানান পরীমনি। স্বামী শরিফুল রাজের সঙ্গে সেদিনই হাসপাতালে তোলা একটি ছবি প্রকাশ করেন। তখনই জানান, যেহেতু মা হবেন, তাই দেড় বছর আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না। এর দুদিন যেতে না যেতেই জানা যায়, শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পদে লড়বেন তিনি।
বিজ্ঞাপন
অরণ্য আনোয়ার আরো জানান, ২০ জানুয়ারি থেকে ময়মনসিংহর একটি প্রত্যন্ত গ্রামে ছবিটির শুটিং করবেন। পরী সেখানে যোগ দেবেন ২২ জানুয়ারি। পরীর অংশ বাদে এর মধ্যে ছবির ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে।