kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

আরো খবর

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে-    আজ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। রাজস্থানের সোওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান। দুই তারকারই পূর্বনির্ধারিত শুটিং সূচি থাকায় আপাতত মধুচন্দ্রিমায় যাচ্ছেন না।

-    ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে ফের জিজ্ঞাসাবাদ করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদে হাজির হতে গতকাল মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছান অভিনেত্রী।

-    সত্য ঘটনা অবলম্বনে ডকু সিরিজ ‘এল কারটেল’ প্রযোজনা করবেন সেলেনা গোমেজ। এটাই হবে স্প্যানিশ গায়িকা-অভিনেত্রীর প্রথম প্রযোজনা।

-    সমকামী চরিত্র থাকায় স্টিভেন স্পিলবার্গের নতুন ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’ নিষিদ্ধ করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান ও কুয়েত।

-    এড শিরানের ঢিলে প্রায় মরতে বসেছিলেন স্যার এলটন জন। একসঙ্গে একটি ভিডিওর শুটিংয়ের সময় বড় একটি ধাতব বল ছুড়ে মারেন শিরান, যা অল্পের জন্য এলটন জনের মাথা এড়িয়ে যায়।সাতদিনের সেরা