প্রথমবারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। গতকাল ইনস্টাগ্রামে সুখবরটি নিজেই দেন অভিনেত্রী, ‘সবার জন্য দারুণ খবর—জিন [প্রীতির স্বামী জিন গুডএনাফ] ও আমি মা-বাবা হওয়ার ঘোষণা দিতে পেরে ভীষণ আহ্লাদিত বোধ করছি। আমাদের হৃদয় পূর্ণ হয়েছে। জীবনের নতুন যাত্রা নিয়ে আমরা ভীষণ উত্তেজিত।
বিজ্ঞাপন
২০১৬ সালে মার্কিন নাগরিক জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। এর পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। তবে সামনের বছর তাঁকে দেখা যাবে করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া