আগেই জানা গিয়েছিল বাংলাদেশের স্ট্রিমিং সাইট ‘চরকি’র জন্য ছবি নির্মাণ করছেন ওপার বাংলার পরিচালক অতনু ঘোষ। এবার জানা গেল, নন্দিত এই পরিচালকের ছবিতে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও! কিংবদন্তি এই অভিনেতার প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে সেই ছবি ‘৭২ ঘণ্টা’র পোস্টার। ছবিতে সৌমিত্র ছাড়াও আছেন আবীর চট্টোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও খরাজ মুখার্জি। ছবির গল্প এক স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পরের ৭২ ঘণ্টা নিয়ে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস
আসছে ‘৭২ ঘন্টা’ ও ‘সৌমিত্রাক্ষর’
রংবেরং প্রতিবেদক

এদিকে সৌমিত্রর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশ পাচ্ছে বই ‘সৌমিত্রাক্ষর’। আত্মকথনমূলক বইটি গ্রন্থণা করেছেন সাজ্জাদ হুসাইন।
বইয়ের প্রচ্ছদ
বাংলাদেশ থেকে প্রকাশিত সৌমিত্রকে নিয়ে এটাই প্রথম বই। লেখক জানালেন এই বইয়ে পাওয়া যাবে অন্য সৌমিত্রকে, ‘উনাকে সাধারণত যেমন দেখা হয়—সত্যজিৎ রায়ের ১৪ ছবির নায়ক, উত্তম কুমারের সমকালীন অভিনেতা ইত্যাদি। কিন্তু এর বাইরে উনার এক কবি সত্তা আছে। এই বইয়ে সেই বিষয়টা এসেছে বেশ ভালোভাবে। মৃত্যু, পরকাল ইত্যাদি বিষয়েও উনি খুব সাবলীলভাবে কথা বলেছেন। উনি ছিলেন বাংলাদেশের কবি আল মাহমুদের অসম্ভব ভক্ত। আমাকে বারবার বলেছিলেন কবিকে যেন জানাই, সৌমিত্র তাঁর কত বড় ভক্ত (আল মাহমুদ তখনো বেঁচে ছিলেন)।’
গেল বছরের নভেম্বরে বইটি প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু সৌমিত্রর অসুস্থতা, মৃত্যু ইত্যাদি কারণে তখন বইটির প্রকাশ স্থগিত করেন সাজ্জাদ।
এখন ১৯ নভেম্বর ঢাকার একটি ক্যাফেতে হবে ‘সৌমিত্রাক্ষর’-এর মোড়ক উন্মোচন। প্রকাশক ছাপাখানার ভূত।
সম্পর্কিত খবর

আরো খবর

টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।
রেদওয়ান রনির ‘দম’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।
রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।
একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।

অন্তর্জাল
amazonprime টিন সোলজার

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার ‘টিন সোলজার’। বুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।

চলচ্চিত্র
পোড়ামন ২

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।

টিভি হাইলাইটস
সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামাল—এই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে’র প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।
মুখোমুখি অভিষেক
বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।