kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

বিয়ের গুঞ্জন

রংবেরং ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিয়ের গুঞ্জন

দুই বছর ধরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুই তারকার কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু নিয়মিতই একে অন্যের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। দুই সপ্তাহ আগে ভিকির ‘সর্দার উধাম’-এর বিশেষ প্রদর্শনীতে ভিকি ও ক্যাটকে পাওয়া যায় আলিঙ্গনরত অবস্থায়। এর মধ্যে কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানায়, ১৮ আগস্ট গোপনে তাঁরা বাগদান সেরেছেন! যদিও ভিকি খবরটি স্রেফ গুজব বলে উড়িয়ে দেন। এবার টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, আসছে ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন ক্যাট-ভিকি! দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকাটি আরো লিখেছে, বিয়ের পোশাকও চূড়ান্ত করেছেন তাঁরা। ‘ক্যাটরিনা বিয়েতে লেহেঙ্গা পরবেন। দুজনের পোশাক নকশার দায়িত্ব পেয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়। নভেম্বরের শেষে বা ডিসেম্বরে বিয়ে হবে, ভেন্যু এখনো ঠিক হয়নি,’ জানায় সূত্রটি। তবে এই খবর সম্পর্কে ভিকি বা ক্যাটের মন্তব্য পাওয়া যায়নি। প্রিয় দুই তারকার বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস জানিয়েছেন ভক্তরা। সেখানেও তারকাদের কেউই প্রতিক্রিয়া জানাননি। এদিকে বিয়ের গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার রাতে ক্যাট ও ভিকিকে দেখা যায় সেলিব্রিটি ম্যানেজার রেশমা শেঠির অফিসে। এ সময় সংবাদমাধ্যমকে এড়িয়ে চলেন দুজনই।

সূত্র : টাইমস অব ইন্ডিয়াসাতদিনের সেরা