► প্রায় দুই যুগ পর সালমান খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। অভিনেতাকে নিয়ে তথ্যচিত্র ‘বিয়ন্ড দ্য স্টার’-এ যুক্ত হয়েছেন বানসালি।
► দুই দফা মাদক নিয়ন্ত্রক সংস্থার জেরার মুখোমুখি হওয়ার পর কথিত প্রেমিকা অনন্যা পাণ্ডের সঙ্গে দেখা করেছেন ঈষাণ খাট্টার।
► প্রতিশ্রুত পারিশ্রমিক না পাওয়ায় ‘মাস্টারশেফ তেলেগু’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন তামান্না ভাটিয়া।
► সুজয় ঘোষের থ্রিলার ছবি দিয়ে মাতৃত্বকালীন বিরতি শেষে অভিনয়ে ফিরতে যাচ্ছেন কারিনা কাপুর। ছবিটি হবে একটি বিদেশি ছবির হিন্দি রিমেক।
► প্রায় পাঁচ বছর পর গানে ফিরেই বাজিমাত অ্যাডেলের। জনপ্রিয় এই ব্রিটিশ গায়িকার নতুন সিঙ্গল ‘এজি অন মি’ প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে রেকর্ড দুই কোটি ৪০ বার শোনা হয়েছে, ডাউনলোড হয়েছে ২৩ হাজার ৫০০ বার! এ ছাড়া টপ চার্টের শীর্ষে রয়েছে গানটি।
► ‘বার্বি’ ছবিতে মার্গট রবির বিপরীতে দেখা যেতে পারে রায়ান গসলিংকে।
► ব্রিটিশ রকস্টার অজি অসবর্ন ও তাঁর স্ত্রী টিভি ব্যক্তিত্ব শ্যারন অসবর্নের প্রেমের গল্প এবার পর্দায় আসছে। নাম ঠিক না হওয়া ছবিটির চিত্রনাট্য লিখেছেন অস্কারজয়ী লেখ লি হল।