ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

আরো খবর

অন্যান্য
অন্যান্য
শেয়ার
আরো খবর
অ্যাডেল

►       প্রায় দুই যুগ পর সালমান খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। অভিনেতাকে নিয়ে তথ্যচিত্র ‘বিয়ন্ড দ্য স্টার’-এ যুক্ত হয়েছেন বানসালি।

►       দুই দফা মাদক নিয়ন্ত্রক সংস্থার জেরার মুখোমুখি হওয়ার পর কথিত প্রেমিকা অনন্যা পাণ্ডের সঙ্গে দেখা করেছেন ঈষাণ খাট্টার।

►       প্রতিশ্রুত পারিশ্রমিক না পাওয়ায় ‘মাস্টারশেফ তেলেগু’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন তামান্না ভাটিয়া।

►       সুজয় ঘোষের থ্রিলার ছবি দিয়ে মাতৃত্বকালীন বিরতি শেষে অভিনয়ে ফিরতে যাচ্ছেন কারিনা কাপুর। ছবিটি হবে একটি বিদেশি ছবির হিন্দি রিমেক।

►       প্রায় পাঁচ বছর পর গানে ফিরেই বাজিমাত অ্যাডেলের। জনপ্রিয় এই ব্রিটিশ গায়িকার নতুন সিঙ্গল ‘এজি অন মি’ প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে রেকর্ড দুই কোটি ৪০ বার শোনা হয়েছে, ডাউনলোড হয়েছে ২৩ হাজার ৫০০ বার! এ ছাড়া টপ চার্টের শীর্ষে রয়েছে গানটি।

►       ‘বার্বি’ ছবিতে মার্গট রবির বিপরীতে দেখা যেতে পারে রায়ান গসলিংকে।

►       ব্রিটিশ রকস্টার অজি অসবর্ন ও তাঁর স্ত্রী টিভি ব্যক্তিত্ব শ্যারন অসবর্নের প্রেমের গল্প এবার পর্দায় আসছে। নাম ঠিক না হওয়া ছবিটির চিত্রনাট্য লিখেছেন অস্কারজয়ী লেখ লি হল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ