ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

১১ বছর পর

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
১১ বছর পর
ছবির শুটিংয়ের সময় তোলা ছবিতে রোমানা ও জায়েদ খান

সাত বছর হলো টিভি নাটক বা নতুন কোনো চলচ্চিত্রে পাওয়া যায়নি একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রোমানাকে। ২০১৪ সালে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল অভিনেতা অপূর্বর সঙ্গে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে। পরের বছরই তিনি প্রবাসী বাংলাদেশি এলিন রহমানকে বিয়ে করে স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। সেই রোমানাকে এবার দেখা যাবে এফ আই মানিকের ‘এ দেশ তোমার আমার’ ছবিতে।

১১ বছর আগে ২০১০ সালে ছবিটির শুটিং শুরু হয়েছিল। প্রথমবারের মতো ছবিটিতে জুটিবদ্ধ হন রোমানা-জায়েদ খান। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেল ছবিটি। আর দেরি নয়, ভালো দিনক্ষণ দেখে শিগগিরই ছবিটি দর্শককে দেখাতে চান পরিচালক।

এফ আই মানিক বলেন, ‘পাঁচ বছর আগেই ছবিটির কাজ শেষ করেছিলাম। আমরা শুটিং করেছিলাম ৩৫ মিলিমিটারে। পরে ডিজিটালে রূপান্তর করতে হয়। সম্পাদনার কাজ ছাড়াও বিভিন্ন জটিলতায় ১১ বছর লেগে গেল! সেন্সর বোর্ডেই ছবিটি আটকে ছিল দেড় বছর।

গত বছর মার্চে জমা দিয়েছিলাম।’

রোমানা-জায়েদ খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল এবং প্রয়াত দুই শিল্পী দিতি ও মিজু আহমেদ।

ছবির নায়ক জায়েদ খান বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস আপা ছবিটি দেখে আমাকে ফোন দিয়ে প্রশংসা করেছেন। চলচ্চিত্রের দুই গুণী শিল্পী দিতি আপা ও মিজু আহমেদ ভাই আজ আমাদের মাঝে নেই। এই ছবিতে কাজ করতে গিয়ে কত সুন্দর সময় কাটিয়েছিলাম, সবই এখন স্মৃতি।

তাঁরা ছাড়াও সোহেল রানা ভাই ও ডিপজল ভাই আছেন ছবিতে। তারকাবহুল এই ছবি দর্শক পছন্দ করবেন বলেই আমার ধারণা।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ