kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

১১ বছর পর

রংবেরং প্রতিবেদক   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১১ বছর পর

ছবির শুটিংয়ের সময় তোলা ছবিতে রোমানা ও জায়েদ খান

সাত বছর হলো টিভি নাটক বা নতুন কোনো চলচ্চিত্রে পাওয়া যায়নি একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রোমানাকে। ২০১৪ সালে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল অভিনেতা অপূর্বর সঙ্গে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে। পরের বছরই তিনি প্রবাসী বাংলাদেশি এলিন রহমানকে বিয়ে করে স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। সেই রোমানাকে এবার দেখা যাবে এফ আই মানিকের ‘এ দেশ তোমার আমার’ ছবিতে। ১১ বছর আগে ২০১০ সালে ছবিটির শুটিং শুরু হয়েছিল। প্রথমবারের মতো ছবিটিতে জুটিবদ্ধ হন রোমানা-জায়েদ খান। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেল ছবিটি। আর দেরি নয়, ভালো দিনক্ষণ দেখে শিগগিরই ছবিটি দর্শককে দেখাতে চান পরিচালক।

এফ আই মানিক বলেন, ‘পাঁচ বছর আগেই ছবিটির কাজ শেষ করেছিলাম। আমরা শুটিং করেছিলাম ৩৫ মিলিমিটারে। পরে ডিজিটালে রূপান্তর করতে হয়। সম্পাদনার কাজ ছাড়াও বিভিন্ন জটিলতায় ১১ বছর লেগে গেল! সেন্সর বোর্ডেই ছবিটি আটকে ছিল দেড় বছর। গত বছর মার্চে জমা দিয়েছিলাম।’

রোমানা-জায়েদ খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল এবং প্রয়াত দুই শিল্পী দিতি ও মিজু আহমেদ।

ছবির নায়ক জায়েদ খান বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস আপা ছবিটি দেখে আমাকে ফোন দিয়ে প্রশংসা করেছেন। চলচ্চিত্রের দুই গুণী শিল্পী দিতি আপা ও মিজু আহমেদ ভাই আজ আমাদের মাঝে নেই। এই ছবিতে কাজ করতে গিয়ে কত সুন্দর সময় কাটিয়েছিলাম, সবই এখন স্মৃতি। তাঁরা ছাড়াও সোহেল রানা ভাই ও ডিপজল ভাই আছেন ছবিতে। তারকাবহুল এই ছবি দর্শক পছন্দ করবেন বলেই আমার ধারণা।’সাতদিনের সেরা