২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে শুরুর পর ওপার বাংলায় স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে জয়া আহসানের ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কাজ করেছেন কলকাতার বড় পরিচালকের সঙ্গে। এবার পশ্চিম বাংলার গণ্ডি ছাড়িয়ে সর্বভারতীয় দর্শকদের জন্য কাজ করবেন বাংলাদেশি অভিনেত্রী। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছেন, নকশালবাড়ী আন্দোলন নিয়ে তাঁর হিন্দি সিরিজে দেখা যাবে জয়াকে।
জয়ার প্রথম হিন্দি সিরিজ সঙ্গে নওয়াজ
রংবেরং প্রতিবেদক

তবে এই সিরিজে অভিনয় প্রসঙ্গে জয়ার সঙ্গে যোগাযোগ করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়, হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে জবাব মেলেনি। নাম ঠিক না হওয়া এই প্রজেক্ট হতে যাচ্ছে নকশাল আন্দোলনকালীন পুলিশ কর্মকর্তা রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে।
তিনটি পর্বে দেখানো হবে সিরিজের গল্প। প্রথম পর্বে ১৯৪৭ থেকে ১৯৭২, দ্বিতীয় পর্বে ১৯৭২ থেকে ১৯৯০ এবং শেষ কিস্তিতে দেখানো হবে এর পর থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপট।
সিরিজটি কোন প্ল্যাটফর্মে দেখা যাবে সেটি প্রকাশ করেননি।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
সরজমিনসরজমিন

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।
টিভি হাইলাইটস
কাজিনস

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।