kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

কূটনৈতিক পাসপোর্ট পেল বিটিএস

রংবেরং ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকূটনৈতিক পাসপোর্ট পেল বিটিএস

এই সময়ে সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’। দিন দুই আগেই এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ডটি। এবার কূটনৈতিক পাসপোর্ট পেল তারা। এ জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের অফিসে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট ব্যান্ড সদস্যদের হাতে সনদ, ফাউন্টেন পেন ও লাল পাসপোর্ট হস্তান্তর করেন। এর ফলে তাঁরা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন। অনুষ্ঠানে ব্যান্ডের সদস্য আরএম, জিন, জে-হোপ, জিমিন, সুগা, ভি ও জুংকুক সবাই হাজির ছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও নির্বাহী অফিস ‘ব্লু হাউস’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ সাধারণ অধিবেশনে হাজির হয়ে বিশ্বের কাছে শান্তি ও আশার বার্তা পৌঁছে দিতে চায় বিটিএস। সারা দুনিয়ার তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে চায়, যাতে বিভিন্ন বৈশ্বিক বার্তা সহজে পৌঁছে দেওয়া যায়।’

সূত্র : ইয়াহুসাতদিনের সেরা