kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

আরো খবর

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

জাঙ্গল ক্রুজ

♦ পাঁচ বছর একসঙ্গে পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। বাংলাদেশি গায়ক তানভীর ইভানের গানচিত্রে মডেল হচ্ছেন তাঁরা।

♦ কয়েক দফা পেছানোর পর অবশেষে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের স্পাই থ্রিলার ‘বেলবটম’। ১৯ আগস্ট প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে ছবিটি।

♦ ৩০ জুলাই মুক্তির পর মার্কিন বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে ডোয়াইন জনসন-এমিলি ব্লান্টের ‘জাঙ্গল ক্রুজ’। এ পর্যন্ত উত্তর আমেরিকায় ছবিটি ব্যবসা করেছে প্রায় সাড়ে তিন কোটি ডলার।

♦ মুক্তি পাচ্ছে অকালপ্রয়াত অভিনেতা চ্যাডউইক বসম্যানের শেষ কাজ। মার্ভেল জানিয়েছে, অভিনেতার টিভি সিরিজ ‘হোয়াট ইফ’ এ মাসেই ডিজনি প্লাসে দেখা যাবে। গেল বছর কোলন ক্যান্সারে মারা যান ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা।

♦ ছয় মাস আগে কঙ্গোতে পায়ে চোট পাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অ্যাশলে জাড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন, এখন তিনি নিজে নিজেই হাঁটতে পারছেন।

♦ ইতালির লেক কোমোতে বন্যাদুর্গতের সাহায্য করেছেন জর্জ ক্লুনি। অস্কারজয়ী অভিনেতা নিজেই স্থানীয়দের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। অনেক দিন থেকেই লেক কোমোতে গ্রীষ্মকাল কাটান ক্লুনি।সাতদিনের সেরা