kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

আরো খবর

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

ডাস্টি হিল

►     নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের গান ও জীবন নিয়ে চালু হলো ডিজিটাল আর্কাইভ .িভবত্ড়ুধনবমঁস.পড়স। এসিআই ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি এই আর্কাইভে থাকছে ফিরোজা বেগমের সংগীত, সাক্ষাৎকার, দুর্লভ সংগ্রহসহ নানা কিছু। ২৮ জুলাই কিংবদন্তি এই শিল্পীর ৯১তম জন্মবার্ষিকীতে সংগ্রহশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

►     শুটিংয়ে গুরুতর অসুস্থ হওয়ার পর আগের চেয়ে ভালো আছেন অভিনেতা বব ওডেনকার্ক। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের সমস্যায় ভোগা ববের অবস্থা স্থিতিশীল।

►     যুক্তরাষ্ট্রে নিজেদের সব প্রজেক্টে কলাকুশলীর করোনা প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক করেছে নেটফ্লিক্স। 

►     আনা ডে আরমাস অভিনীত মেরিলিন মনরোর বায়োপিক ‘ব্লন্ড’ ২০২২ সালে পিছিয়ে গেছে।

►     জনপ্রিয় মার্কিন ব্যান্ড ‘জিজি টপ’-এর বেইস গিটারিস্ট, গায়ক-গীতিকার ডাস্টি হিল মারা গেছেন। ২৮ জুলাই টেক্সাসে ৭২ বছর বয়সী গায়কের মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে এ মাসের গোড়ার দিকে জানানো হয়, চোটের কারণে ব্যান্ডের বেশ কয়েকটি কনসার্টে তিনি অংশ নেবেন না।সাতদিনের সেরা