kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

আবার প্রযোজনায় সোহেল রানা

রংবেরং প্রতিবেদক   

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবার প্রযোজনায় সোহেল রানা

বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’-এর প্রযোজক ছিলেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। এরপর পারভেজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করেন ‘মাসুদ রানা’, ‘বজ্র মুষ্ঠি’, ‘অদৃশ্য শত্রু’সহ বেশ কয়েকটি ছবি। সাত বছর বিরতির পর আবার প্রযোজনায় ফিরলেন সোহেল রানা। ছেলে মাশরুর পারভেজকে দিয়ে নির্মাণ করলেন ‘গোয়িং হোম’। কভিডের আগেই শুটিং শেষ হয়েছিল ছবিটির। দুই বছর ধরে চলেছে সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের কাজ। এবার মুক্তি দেওয়ার পালা। সোহেল রানা জানান, হরর-অ্যাকশন ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘গোয়িং হোম’। অভিনয় করেছেন মাশরুর পারভেজ, নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক, শাঙ্কু পাঞ্জাসহ অনেকে। তিনি বলেন, ‘এটা আমার ছেলের দ্বিতীয় ছবি। অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছে। পোস্ট প্রডাকশনেও বেশ সময় দিয়েছে। আমি গল্প বাছাইয়ের সময় থেকে তার পাশে ছিলাম। আমার অভিজ্ঞতা বলছে, ছবিটি বর্তমান প্রজন্মের ভালো লাগবে।’সাতদিনের সেরা