ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

আরো খবর

অন্যান্য
অন্যান্য
শেয়ার
আরো খবর
শিল্পা শেঠি

►    চলতি বছর সরকারি অনুদান পাওয়া ছবিগুলো আগামী বছর জুনের মধ্যে তথ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়ার শর্ত দিয়েছিল সরকার। কিন্তু কভিডের কারণে এখন পর্যন্ত কোনো ছবির শুটিং শুরু করতে পারেননি নির্মাতারা। বাধ্য হয়ে তাঁরা সরকারের কাছে সময় বৃদ্ধির আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

►    নতুন ছবি ‘পিপ্পা’য় একসঙ্গে দেখা যাবে ঈশান খাট্টার ও ম্রুনাল ঠাকুরকে।

►    করোনাবিরতি শেষে ‘প্রজেক্ট কে’ নামে নতুন ছবির শুটিং শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। ছবির বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

►    কোনো ছবির ব্যর্থতার জন্য শুধু অভিনেতা-অভিনেত্রী নন, সব কলাকুশলী সমানভাবে দায়ী, মনে করেন রাইমা সেন।

►    পর্নোগ্রাফি মামলায় আটক শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি তাঁর অফিসের চার কর্মচারী, জানিয়েছে মুম্বাই পুলিশ।

►    ক্রিকেটার হরভজন সিংয়ের প্রথম হিন্দি ছবি ‘ফ্রেন্ডশিপ’-এর শুটিং শেষ হয়েছে।

►    বলিউডে এক যুগ পূর্ণ করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শ্রুতি হাসান।

►    যৌন হয়রানির দায়ে অভিযুক্ত মার্কিন গায়ক আর কেলি।

►    মার্কিন স্পোর্টস এজেন্ট রিচ পলের সঙ্গে প্রেম করছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল, খবর বিভিন্ন গণমাধ্যমের।

দিন দুই আগে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে।

►    মহামারির কারণে প্রায় দুই বছর মেয়ের সঙ্গে দেখা হয়নি অভিনেত্রী কেট বেকিনসেলের।

►    শুটিং ইউনিটের একজন করোনায় আক্রান্ত হওয়ায় এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ওয়েস্টওয়ার্ল্ড’-এর চতুর্থ কিস্তির শুটিং স্থগিত হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ