ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

আরো খবর

অন্যান্য
অন্যান্য
শেয়ার
আরো খবর
কবীর সুমন

►    শ্বাসকষ্ট, জ্বরসহ করোনার লক্ষণ নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছেন কবীর সুমন। তাঁকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। গতকালই তাঁর কভিড পরীক্ষা করা হয়েছে।

►    সেপ্টেম্বরে যুক্তরাজ্যে সায়েন্স ফিকশন ছবি ‘মিশন লায়ন’-এর কাজ শুরু করবেন অক্ষয় কুমার।

ছবির পরিচালক ‘মিশন মঙ্গল’ খ্যাত পরিচালক জগন শক্তি।

►    ওপার বাংলার জনপ্রিয় কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সিনেমা পরিচালনায় আসছেন। ‘মানবজমিন’ নামে রোমান্টিক কমেডি বানাবেন তিনি।

►    গেল বছর মুক্তি পাওয়া ‘খুদা হাফেজ’-এর সিক্যুয়ালের ঘোষণা দিয়েছেন বিদ্যুত জামওয়াল।

►    ‘দঙ্গল’ পরিচালক নিখিল আদভানি প্রযোজিত নতুন ক্রাইম থ্রিলার ছবিতে দেখা যেতে পারে শহিদ কাপুরকে।

►    ডিজনির নতুন টিন ড্রামা ছবি ‘স্পিন’-এ দেখা যাবে ভারতীয় অভিনেতা অভয় দেওলকে।

►    ভারতের প্রত্যন্ত অঞ্চলে টিকাদান নিশ্চিত করতে ‘কাভারেজ’ নামে নতুন একটি উদ্যোগ শুরু করছেন সনু সুদ। এই উদ্যোগের আতওায় টিকা নিয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইন রেজিস্ট্রেশন, টিকাকেন্দ্রে আসা-যাওয়াসহ নানা ধরনের সহায়তা দেওয়া হবে।

►    ২৭ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে বেট অ্যাওয়ার্ডসের এবারের আসর। সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছেন মেগান দ্য স্ট্যালিওন। সংগীতে আফ্রিকান-আমেরিকান শিল্পীদের পুরস্কৃত করতে এই আয়োজন করে ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন নেটওয়ার্ক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ