kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

টিভি হাইলাইটস

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিভি হাইলাইটস

‘শান্তি মলম দশ টাকা’ ধারাবাহিকের একটি দৃশ্য

শান্তি মলম দশ টাকা

রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে রয়েছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘শান্তি মলম দশ টাকা’। রচনা ও পরিচালনা হিমু আকরাম। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, ডা. এজাজ, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তী কর, তানজিকা আমিন, মনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।

সিক্রেট সার্ভিস অ্যান্ড জিহাদ

ইউরোপে একের পর এক জঙ্গি হামলার পেছনে কারা? কারা অর্থ দিচ্ছে? কারাই বা পরিকল্পনা করছে? ‘ডয়েচে ভেলে’র তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’-এর নাম! তথ্যচিত্রটি দেখা যাবে রাত ১১টা ১৫ মিনিটে ডিডাব্লিউ চ্যানেলে।


চলচ্চিত্র

সেদিন দেখা হয়েছিল : অভিনয়ে দেব, শ্রাবন্তী, তাপস পাল প্রমুখ। পরিচালনা সুজিত মণ্ডল। সকাল ১১টা ৫০ মিনিট, জলসা মুভিজ।

গল্পসূত্র : নন্দিতা প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালায়। বাবা নীলকণ্ঠ কঠোর মানুষ, মেয়ের খোঁজ পেতে কবিতার সব বন্ধুকেই ধরে আনে। কিন্তু তাদের একজনের সঙ্গেই নীলকণ্ঠের ছোট মেয়ে নন্দিতার প্রেম হয়!


অন্তর্জাল

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ পুনর্মিলন

২০০৬ সালের ৩০ জুন মুক্তি পায় কমেডি ছবি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। জনপ্রিয় সিনেমাটির ১৫ বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়াল গোলটেবিল আয়োজন করে বিনোদন ম্যাগাজিন ‘এন্টারটেইনমেন্ট উইকলি’। একই নামে তাদের ইউটিউব চ্যানেলে আছে অনুষ্ঠানটি। যেখানে মেরিল ট্রিপ, অ্যান হ্যাথওয়েসহ অংশ নিয়েছেন ছবিসংশ্লিষ্টরা। অনুষ্ঠানে মেরিল বলেছেন কেন এই ছবির পর মেথড অ্যাক্টিংয়ে আর আগ্রহ হয়নি, অ্যান জানিয়েছেন তাঁর চরিত্রের জন্য নবম পছন্দ হওয়ার পরও সুযোগ পাওয়ার গল্পসহ নানা প্রসঙ্গ।সাতদিনের সেরা