বিদ্যা বালানের সাক্ষাৎকার
১৮ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে বিদ্যা বালানের ছবি ‘শেরনি’। মধ্যপ্রদেশের এক জঙ্গলের পটভূমিতে নির্মিত ছবিতে বন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। মুক্তির আগে ‘নিউটন’খ্যাত নির্মাতা অমিত মাসুরকরের ছবিটি নিয়ে সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে কথা বলেছেন তিনি। দেখা যাবে ‘ফিল্ম কম্পানিয়ন’ ইউটিউব চ্যানেলে।