ফেরিহা
রমজানে দীপ্ত টিভির জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’র প্রচার সময়ে পরিবর্তন এসেছে। এক ঘণ্টা পিছিয়ে এখন প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। রিযা ও যেহরার তিন ছেলে-মেয়ে—মেহমেত, ফেরিহা ও ওমের। তাদের জীবনে ঘটে যাওয়া প্রতিদিনকার ঘটনা নিয়ে ধারাবাহিকটির গল্প।