ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

এবার আরিয়ানা

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
এবার আরিয়ানা
আরিয়ানা গ্রান্দে

কিছুদিন আগেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন সেলেনা গোমেজ। মানসিক নানা সমস্যা নিয়ে গেল এক দশক ধরে লড়াই করা গায়িকা সাধারণ মানুষকে সাহায্য করতে এ বিষয়ে একটি উদ্যোগও নিয়েছেন। এবার একই বিষয়ে সোচ্চার আরেক গায়িকা আরিয়ানা গ্রান্দে। ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে ভক্তদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৪৯ সাল থেকে মে মাস বিশ্বজুড়েই মানসিক স্বাস্থ্য সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। ‘মানসিক সমস্যা নিয়ে আমাদের মনে এক অদৃশ্য বাধা আছে। এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। এটাকে খুব সাধারণ বিষয় হিসেবে ভাবি, মনে করি এমনিতেই ঠিক হয়ে যাবে।
কিন্তু বিষয়টা এত সহজ না। সবার আগে যেটা করতে হবে—কথা বলতে হবে। তাহলেই বিষয়টি গুরুত্ব পাবে। প্রত্যেকেরই উচিত বিষয়টি নিয়ে পোস্ট দেওয়া,’ বলেন গ্রান্দে।
গায়িকা নিজেও দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগেছেন। ২০১৭ সালে লন্ডনে তাঁর কনসার্টে বোমা হামলা কিভাবে তাঁর মনোজগেক বদলে দিয়েছে, কিভাবে সেই ঘটনা প্রতিদিনই তাঁকে তাড়া করে সেটা নিয়ে অনেকবারই কথা বলেছেন। ম্যানচেস্টারে সেই ঘটনায় গ্রান্দের ২২ ভক্ত নিহত হন, আহত হন ৫৯ জন।

সূত্র : ইয়াহু

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ