kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

বিলির রেকর্ড

রংবেরং ডেস্ক   

৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিলির রেকর্ড

বয়স মোটে ১৮। এর মধ্যেই নানা কীর্তি গড়েছেন গায়িকা বিলি আইলিশ। এক আসরেই জেতা হয়ে গেছে পাঁচ পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবার নতুন এক রেকর্ড করতে চলেছেন বিলি—সবচেয়ে কম বয়সে মেট গালার উপস্থাপক হতে যাচ্ছেন তিনি। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন মেট গালা নাইট আয়োজন করা হয় নিউ ইয়র্কভিত্তিক মেট্রোপলিটন মিউজিয়াম ও আর্টস কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহের জন্য। গেল বার করোনার জন্য আয়োজন হয়নি। এবার স্বাস্থ্যবিধি মেনে ১৩ সেপ্টেম্বর হবে আয়োজন। যেখানে অভিনেতা টিমাথি শালামে, টেনিস তারকা নওমি ওসাকাসহ অন্যদের সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন বিলিও।সাতদিনের সেরা