ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

দেশি পোশাক কেনার অনুরোধ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
দেশি পোশাক কেনার অনুরোধ

করোনার কারণে দেশি পোশাকশিল্প হুমকির মুখে পড়েছে। এই সময়ে দেশি শিল্পকে বাঁচিয়ে রাখতে দেশি কাপড় কেনার অনুরোধ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের শিল্প ও শিল্পের পাশে থাকার কথাও বলেছেন তিনি। এক ভিডিও বার্তায় জয়া বলেন, ‘তাঁতি বা পোশাকশিল্পের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা দুর্দশার মধ্যে আছেন।

একটা পোশাক শোরুমে আসার আগ পর্যন্ত কতগুলো মানুষের শ্রম জড়িত হয় বলুন তো! বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিবছর আয় প্রায় ১০ হাজার কোটি টাকা। আর তাঁর ৫০ শতাংশ আসে ঈদের সময়। এই ব্যবসার সময় জড়িত সবাই কিন্তু তাকিয়ে থাকেন ঈদের এই বেচাকেনার দিকে। শপিং সব সময় আনন্দের।
তবে এবারের শপিংটা হোক দায়িত্ববোধের। অনলাইনে একটা দেশি পোশাক হলেও কিনুন। দেশি পোশাকের পাশে থাকুন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মা-মেয়ের প্রথম মৌলিক গান

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
মা-মেয়ের প্রথম মৌলিক গান

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানিসর বড় কন্যা রোদেলাও গানের জগতে পা রেখেছেন। তাঁর গাওয়া গানগুলো প্রশংসিত হচ্ছে শ্রোতামহলে। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা।

কেন শিরোনামের গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। আজ গানটি প্রকাশিত হবে রোদেলার ইউটিউব চ্যানেলে। ন্যানিস বলেন, গানটি আমার করার কথা ছিল। পরে মাথায় এলো এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না।
আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।

 

মন্তব্য
অন্তর্জাল

দ্য গ্রিংগো হান্টারস

শেয়ার
দ্য গ্রিংগো হান্টারস
‘দ্য গ্রিংগো হান্টারস’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ দ্য গ্রিংগো হান্টারস। কিছু মার্কিন লুকিয়ে রয়েছে মেক্সিকোতে, এ নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীতে দেখা দেয় সংকট। পলাতক মার্কিনদের খুঁজতে শ্বাসরুদ্ধকর মিশনে নামে মেক্সিকোর পুলিশ। সিরিজটির অভিনয়ে আছেন ম্যানুয়েল মাসালভা, হেক্টর কতসিফাকিস, অ্যান্ড্রু লেল্যান্ড রজারস, জেসিকা লিন্ডসে প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবিতে আলীরাজ, বুলবুল আহমেদ, রোজী ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

মন্তব্য
টিভি হাইলাইটস

ডেডলিয়েস্ট ক্যাচ

শেয়ার
ডেডলিয়েস্ট ক্যাচ

সন্ধ্যা ৬টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ডেডলিয়েস্ট ক্যাচ-এর পর্ব বম্ব সাইক্লোন। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ