kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

বাদ যাননি প্রাচীও

রংবেরং ডেস্ক   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



বাদ যাননি প্রাচীও

প্রাচী দেশাই

২০০৮ সালে তাঁর ছবি ‘রক অন’ জনপ্রিয় হয়। এরপর ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘এক ভিলেন’-এর মতো ছবি করলেও এক যুগের ক্যারিয়ারে কখনোই বলিউডের প্রথম সারির অভিনেত্রী হতে পারেননি প্রাচী দেশাই। ২৬ মার্চ বছর কয়েকের বিরতির পর জি ফাইভের ওয়েব ছবি ‘সাইলেন্স...ক্যান ইউ হিয়ার ইট’ দিয়ে আলোচনায় অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কথা বলেছেন বলিউডে প্রত্যাশিত সাফল্য না পাওয়াসহ নানা প্রসঙ্গে। জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনাও! ‘এক পরিচালক বড় এক ছবিতে আমাকে অভিনয়ের প্রস্তাব দেন। বিনিময়ে তাঁর সঙ্গে রাত কাটাতে হবে। আমি না করার পরও বারবার আমাকে বিরক্ত করে’, বলেন প্রাচী। সাক্ষাৎকারে অবশ্য সেই পরিচালকের নাম বলেননি তিনি। তবে নিজের ক্যারিয়ার প্রত্যাশিত জায়গায় না যাওয়ার পেছনে ওই ঘটনার দায় দেখেন প্রাচী, ‘আমি কখনোই সেরা হওয়ার দৌড়ে নামতে চাইনি। সে জন্য কখনোই আপস করিনি। অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস