জন্ম : ২৩ মার্চ ১৯৪৭, চাঁদপুর।
আসল নাম : মেজবাহউদ্দীন আহমেদ।
পড়াশোনা : ময়মনসিংহ জিলা স্কুল, আনন্দমোহন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ইতিহাসে স্নাতকোত্তর)।
প্রথম পরিচিতি : বডি বিল্ডিংয়ে ‘মিস্টার ইস্ট পাকিস্তান’ বিজয়ী [১৯৬৪]
চলচ্চিত্রে প্রথম : এস এম শফির সহকারী পরিচালক (ছন্দ হারিয়ে গেল)।
ছবিটিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ও করেন।
নায়ক চরিত্রে প্রথম : ‘রাতের পর দিন’ [১৯৭২]
অভিনীত চলচ্চিত্র : ১৫২টি
উল্লেখযোগ্য চলচ্চিত্র : ‘দি রেইন’, ‘ডাকু মনসুর’, ‘জিঘাংসা’, ‘চন্দনদ্বীপের রাজকন্যা’, ‘নরম গরম’, ‘লুটেরা’, ‘রাজমহল’, ‘সওদাগর’, ‘বিনি সুতার মালা’, ‘দোস্ত দুশমন’, ‘তুফান’ ও ‘আসামী হাজির’।
সন্তান : পুত্র ফারদিন ও কন্যা বুশরা [মৃত]
মৃত্যু : ১৮ এপ্রিল ২০২১, ঢাকা।