kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

মারা গেলেন অশোক দে

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকসময়ের বড় প্রযোজনা প্রতিষ্ঠান মা কথাচিত্রের কর্ণধার অশোক কুমার দে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ১১ এপ্রিল সন্ধ্যা ৬টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিচালক উত্তম আকাশের বড় ভাই অশোক। উত্তমের সঙ্গে প্রযোজক হিসেবে ‘মুক্তির সংগ্রাম’, ‘সাব্বাস বাঙ্গালী’, ‘ওরা দালাল’-এর মতো ছবি নির্মাণ করেছেন। প্রযোজক মালতী দে ছিলেন অশোক দের মা।