kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

তিশার ওয়েব ছবি

রংবেরং প্রতিবেদক   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিশার ওয়েব ছবি

 শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’-তে দারুণ প্রশংসিত হয়েছিলেন তাসনুভা তিশা। এবার চলচ্চিত্রে অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। পার্থ সরকারের ওয়েব ছবি ‘ব্যাচ ২০০৩’-এ শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ছবিটির গল্প লিখেছেন রাফায়েল আহসান। এর মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে বলে জানান তিশা। বলেন, ‘ছয় মাস প্রস্তুতি নিয়ে ডিসেম্বরে শুটিং শুরু করেছিলাম। মজার বিষয় হলো, ছবিতে আমার অংশের পুরোটাই শুটিং হয়েছে রাতে।’

ছবিতে তিশাকে দেখা যাবে জনপ্রিয় এক নায়িকার চরিত্রে। এশা নামের এই নায়িকা লকডাউন শেষে তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে ঘটে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। পরিচালক পার্থ সরকার বলেন, ‘এ মাসেই পোস্ট প্রডাকশনের সব কাজ শেষ করে এপ্রিলেই একটি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দিতে চাই।’