kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

শুরুর অপেক্ষায় ইসাবেল

রংবেরং ডেস্ক   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুরুর অপেক্ষায় ইসাবেল

ইসাবেল কাইফ

২০০৩ সালে বলিউডে অভিষেক ক্যাটরিনা কাইফের। গেল প্রায় দুই দশকে যিনি নিজেকে নিয়ে গেছেন হিন্দি ছবির অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে। এবার অভিষেক হচ্ছে ক্যাটরিনার ছোট বোন ইসাবেল কাইফের। ১২ মার্চ মুক্তি পাচ্ছে ইসাবেলের প্রথম ছবি ‘টাইম টু ডান্স’। প্রথম ছবি মুক্তির আগে বোনের ছবির যতটা সম্ভব প্রচারণায় অংশ নেবেন ক্যাট। সঙ্গে থাকবেন সালমান খানও। ক্যাটরিনার ক্যারিয়ার তৈরিতে বড় ভূমিকা ছিল ‘ভাইজান’-এর। এবার ইসাবেলের ক্ষেত্রেও তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন। ‘টাইগার ৩’-এর প্রস্তুতিতে ক্যাটরিনা-সালমান ভীষণ ব্যস্ত। তাই সব সময় সরাসরি প্রচারণায় না থাকতে পারলেও ইসাবেলকে নানা ধরনের পরামর্শ দেবেন দুজনই। এরই মধ্যে সালমান প্রযোজিত একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইসাবেল। শোনা যাচ্ছে, দ্রুতই আরেকটি ছবিতেও যুক্ত হবেন। যার একটিতে ইসাবেলের বিপরীতে থাকবেন সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা।

‘টাইম টু ডান্স’-এর পরিচালক স্ট্যানলি ডি’কস্তা।

 

সূত্র : বলিউড হাঙ্গামা

মন্তব্য