kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

অন্তর্জাল

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জাল

জিন্দেগি ইন শর্ট

সাতটি স্বল্পদৈর্ঘ্য ছবির সমন্বয়ে নতুন হিন্দি অ্যান্থলজি ছবি ‘জিন্দেগি ইন শর্ট’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ছবির পরিচালকদের মধ্যে আছেন তাহিরা কাশ্যপ, রাকেশ সৈন, বিনয় চাওয়াল প্রমুখ। অভিনয় করেছেন সরূপ সম্পত, সঞ্জয় কাপুর, দিব্যা দত্ত, নীনা গুপ্ত প্রমুখ।

মন্তব্য