kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

রাজবাড়ী সমাচার

রংবেরং প্রতিবেদক   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ী সমাচার

ছবিতে দেখা যাচ্ছে নিরবের শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছেন রোজিনা। পাশে দাঁড়িয়ে অর্চিতা স্পর্শিয়া সেটা দেখছেন। দৃশ্যটা রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ ছবির গানের শুটিংয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তের। শতাধিক ছবির জনপ্রিয় অভিনেত্রী রোজিনা আগে প্রযোজনা করেছেন, পরিচালনা করছেন এবারই প্রথম। সরকারি অনুদান পাওয়া ছবিটির গল্প এবং চিত্রনাট্যও করেছেন তিনি। মঙ্গলবার রাজবাড়ীর পদ্মাপারে শুরু হয় ছবিটির শুটিং। ‘রাজবাড়ী’ এই ছবির সঙ্গে নানাভাবে জড়িয়ে। রাজবাড়ীর মেয়ে রোজিনা। একই জেলার গোয়ালন্দের কুমড়াকাধি গ্রামে তাঁর নানাবাড়ি। মুক্তিযুদ্ধের সময় সেখানেই ছিলেন। ওই সময় তাঁর চোখে দেখা মুক্তিযুদ্ধের গল্প নিয়েই ছবিটি। ছবির নায়ক নিরবও রাজবাড়ীর ছেলে। প্রথমবার নিজের জেলায় শুটিং করলেন এই নায়ক। নিরব বলেন, ‘গোয়ালন্দ থেকে আমার দাদাবাড়ি যেতে লাগে মাত্র ১০ মিনিট। রোজিনা ম্যাডাম আমাদের প্রজন্মের সবাইকে অনেক স্নেহ করেন। রাজবাড়ীর ছেলে বলে হয়তো আমি একটু বেশিই স্নেহ পাই। এই ছবির পোশাক-আশাকের দেখভালও তিনি করেছেন। গরমের কারণে অবচেতন মনে শার্টের বোতাম  খুলে ফেলেছিলাম। শটে যাওয়ার আগে রোজিনা ম্যাডাম এসে নিজ হাতে লাগিয়ে দিলেন।’

মন্তব্য