kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

আরো খবর

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►     প্রথমবারের মতো অভিনয় করেছেন গায়ক-সুরকার পিন্টু ঘোষ। তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’তে দেখা যাবে তাঁকে। এই ছবির সংগীত পরিচালকও পিন্টু।

►     অসুস্থ হয়ে অস্ত্রোপচারের টেবিলে অমিতাভ বচ্চন। নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। তবে অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

►     ছত্রপতি শিবাজির চরিত্রে দেখা যেতে পারে শহিদ কাপুরকে।

►     সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াদি’ ছবিতে আলিয়া ভাটের সঙ্গে আছেন অজয় দেগবনও। এই ছবি দিয়ে ২২ বছর পর ফের পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন অজয়।

►     পরিণীতি চোপড়া অভিনীত ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

►     ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি। ‘টিকিট টু প্যারাডাইজ’ ছবিতে সাবেক দম্পতি হিসেবে দেখা যাবে তাঁদের। সর্বশেষ ২০১৬ সালে ‘মানি মনস্টার’ ছবিতে দেখা যায় জুলিয়া ও ক্লুনিকে। এ দুই তারকা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু।

►     করোনার কারণে জুন ও আগস্টে পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করেছেন টেইলর সুইফট।

►     নেটফ্লিক্সের কমেডি ছবি ‘মি টাইম’-এ দেখা যাবে কেভিন হার্টকে।

    স্কট কুপারের নতুন ছবি ‘দ্য পেইল ব্লু আই’তে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে।

মন্তব্য