ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

কুকুর বৃত্তান্ত

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
কুকুর বৃত্তান্ত
কুকুর কোলে লেডি গাগা

পপ তারকা লেডি গাগার দুটি ফরাসি বুলডগ ছিনতাই হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘটনাটি ঘটে। সেদিন রায়ান ফিচার নামের এক ডগ ওয়াকার গাগার তিন কুকুরের সঙ্গে ছিলেন। তখনই আধাস্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সন্দেহভাজন ছিনতাইকারী।

ডগ ওয়াকারকে গুলি করে দুটি কুকুর নিয়ে চলে যায়। কোজি ও গুস্তাভ নামের দুটি কুকুর ছিনতাই হলেও আরেকটি কুকুর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। গুলিতে আহত রায়ানকে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ, তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
কেন গাগার কুকুরের ওপর এই হামলা সেটাও পরিষ্কার নয়। গাগা ভীষণ কুকুর অন্তঃপ্রাণ। ছবির প্রিমিয়ার, কনসার্ট থেকে রেস্টুরেন্ট—প্রায় সব সময়ই গাগার সঙ্গী হয় তারা। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে ছিলেন না গাগা, রিডলি স্কটের ‘গুচি’ ছবির শুটিংয়ের জন্য গায়িকা-অভিনেত্রী এখনো আছেন ইতালির রোমে।
সেখানে থেকেই নিজের ছিনতাই হওয়া কুকুর দুটি ফিরে পেতে পাঁচ লাখ ডলার (প্রায় চার কোটি ২৩ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছেন গাগা।

এদিকে গাগার কুকুর-কাণ্ডের দিন কুকুর নিয়ে নিজের একটি স্মৃতি জানিয়েছেন জর্জ ক্লুনি। এক সাক্ষাৎকারে বলেছেন অডিশনে কুকুর নিয়ে হাজির হওয়ার ঘটনা, ‘অডিশনে এমন কিছু করতে চাইতাম, যাতে পরিচালক আমার কথা মনে রাখেন। এ জন্যই একবার অডিশন দিতে কুকুর নিয়ে হাজির হই। পরিচালকের চোখে পড়তে কাজটা করেছিলাম।

কিন্তু লাভ হয়নি, কাজটা আমি পাইনি।’

সূত্র : বিবিসি, ইয়াহু

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ