► শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে অভিনেত্রীকে স্মরণ করে পূজা দিয়েছেন স্বামী বনি কাপুর, দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর।
► জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয়ের পরের ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দীকি।
► মে মাসে শুরু হচ্ছে অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ মালহোত্রা ও অক্ষয় খান্নার ‘আঁখে ২’ ছবির শুটিং।
► ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ বিতর্কে অ্যামাজন প্রাইমের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন উত্তর প্রদেশ পুলিশ।
► হলিউড কমেডি ড্রামা সিরিজ ‘ক্যাজুয়াল’-এর হিন্দি রিমেকে দেখা যাবে লারা দত্ত ও প্রতীক বাব্বরকে।
► জ্যাক স্নাইডার্সের ‘জাস্টিস লিগ’-এ থাকছেন না, নিশ্চিত করেছেন রায়ান রেনল্ডস নিজেই।
মন্তব্য