‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ কলাকুশলীদের সাক্ষাৎকার
২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ড্রামা-থ্রিলার ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। এ উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক ইউটিউব চ্যানেল ‘ফিল্ম কম্পানিয়ন’-এ ভার্চুয়াল সাক্ষাৎকার দিয়েছেন ছবিটির পাত্র-পাত্রীরা। সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন পরিণীতি চোপড়া, কীর্তি কুলহারি, অদিতি রাও হায়দারি ও অবিনাশ তিওয়ারি; যা দেখা যাবে ‘ফিল্ম কম্পানিয়ন’ চ্যানেলে।
মন্তব্য