kalerkantho

শুক্রবার । ২০ ফাল্গুন ১৪২৭। ৫ মার্চ ২০২১। ২০ রজব ১৪৪২

মুক্তার রক্তজবায় তিশা

রংবেরং প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তার রক্তজবায় তিশা

‘কাঠবিড়ালী’র পর দ্বিতীয় ছবি ‘রক্তজবা’র খবর জানালেন পরিচালক নিয়ামুল মুক্তা। নতুন ছবিটির শুটিংও প্রায় শেষ করে এনেছেন। এ মাসেই ঢাকা, মানিকগঞ্জ ও চাঁদপুরে হয়েছে শুটিং। ছবিটিতে প্রথমবার জুটি বেঁধেছেন নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ। নিয়ামুল মুক্তা বলেন, “একজন প্রাক্তন প্রধান শিক্ষকের কাছে আসা একটি রহস্যময় চিঠির সূত্র ধরে গল্পের শুরু। তিশার অংশের শুটিং শেষ হয়েছে ২১ জানুয়ারি। শরিফুল রাজের এক দিনের শুটিং বাকি। সেটা খুব শিগগির করব। বলতে গেলে ৯০ শতাংশ শুটিং শেষ। আমার প্রথম ছবি ‘কাঠবিড়ালী’ নিয়ে সবার মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছিলাম। সেটা মাথায় রেখেই দ্বিতীয় ছবিটি নির্মাণ করছি।”

থ্রিলারধর্মী এই ছবিতে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন পরিচালক আবু শাহেদ ইমন। অভিনয়ে তিশা-রাজ ছাড়াও আছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবীশ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা