kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

আরো খবর

১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►     ওয়েব ফিল্ম ‘হায়দার’-এ গান গাইলেন শফি মণ্ডল।

►     বিতর্কিত ওয়েব সিরিজ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে নীতিমালা তৈরি করতে হবে।

►     সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম।

►     বিজয় ও বিজয় সেথুপথির ‘মাস্টার’ মুক্তির পর পাঁচ দিনে ১০০ কোটি রুপি আয় করেছে। গেল বছরের মার্চের পর থেকে প্রেক্ষাগৃহ থেকে এটাই কোনো ভারতীয় ছবির সর্বোচ্চ আয়।

►     আর বালকির নতুন থ্রিলার ছবির প্রধান চরিত্রে দেখা যাবে মালয়ালাম তারকা দুলকার সালমানকে।

►     চিরঞ্জীবীর নতুন ছবি ‘আচার্য’-তে দেখা যাবে আরেক দক্ষিণী তারকা রাম চরণকেও।

►     প্রায় চার দশক পর শেখর কাপুরের ছবিতে শাবানা আজমি। অভিনেত্রী এখন লন্ডনে পরিচালকের ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’-এ অভিনয় করছেন। এর আগে ১৯৮৩ সালে শেখরের প্রথম ছবি ‘মাসুম’-এ ছিলেন শাবানা।

►     হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগে আলী জাফর আব্বাসের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংসদ সদস্য মনোজ কটক।

►     ‘থর—লাভ অ্যান্ড থান্ডার’-এ যোগ দিয়েছেন ম্যাট ডেমন।

►     কিম কার্দাশিয়ানের ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে।

►     চেহারায় বয়সের ছাপ লুকানোর জন্য বোটক্স করার কথা অস্বীকার করেছেন জেনিফার লোপেজ।

মন্তব্যসাতদিনের সেরা