‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান ও মাহিয়া মাহি
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া দেশের প্রথম মূলধারার ছবি অনন্য মামুনের ‘নবাব এলএলবি’। ১৬ ডিসেম্বর ‘আই থিয়েটার’ অ্যাপে মুক্তি পায় বহুল আলোচিত ছবিটির প্রথমার্ধ। দুই ধাপে মুক্তি পাওয়া ছবিটি হঠাৎ করেই সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি বিকেল ৪টায় বোর্ড সদস্যরা ছবিটি দেখবেন। ওটিটিতে ছবিটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন ঘণ্টার হলেও সেন্সর বোর্ডে জমা দেওয়া কপিতে এর দৈর্ঘ্য দুই ঘণ্টা ৩৪ মিনিট।
তবে কি ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শনের পর প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ছবিটি? যদিও প্রযোজক আজমত রহমান বলেন, ‘হলে মুক্তি দেওয়ার ইচ্ছা আমাদের নেই। কেবল আনুষ্ঠানিকতার জন্যই সেন্সর বোর্ডে ছবি জমা দিয়েছি।’
‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।
মন্তব্য