কেশরি : অভিনয়ে অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া। পরিচালনা অনুরাগ সিং। বিকেল ৫টা ৫২ মিনিট, অ্যান্ড পিকচার্স।
গল্পসূত্র : ব্রিটিশ শাসনাধীন ভারত। ৮-১০ হাজার আফগান বাহিনী আক্রমণ করে ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে। ইশার সিং ভয়ংকর সেই বাহিনীকে রুখে দেয় সারগড়ি দুর্গের মাত্র ২১ জন শিখ সৈন্য নিয়ে। ১৮৯৭ সালের সারগড়ির যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত।
মন্তব্য