অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গাইতেও জানেন। প্রায়ই নিজের গাওয়া বিভিন্ন গান শেয়ার করেন ফেসবুকে। পুত্র জায়ান ফারুক আয়াশের সঙ্গে অপূর্ব গাইলেন ‘সারেং বউ’ ছবির বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া’। ৮ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেন সেই গানের ভিডিও। বাবা-ছেলের গাওয়া গানটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল! গতকাল বিকেল পর্যন্ত গানটি দেখা হয়েছে সাড়ে পাঁচ লাখ বারেরও বেশি। পছন্দ করেছেন এক লাখ ১০ হাজারের বেশি মানুষ। শেয়ার হয়েছে এক হাজার ৬০০ বার। মন্তব্যও পড়েছে দুই হাজারের বেশি। কাঞ্চি শর্মা নামের একজন মন্তব্য করেছেন, ‘একে তো গানটি ভীষণ ভালো লাগে। তার ওপর বাবা-ছেলের পারফরম্যান্স। অসাধারণ।’
কাবেরি ব্যানার্জি নামের একজন লিখেছেন, ‘কাকে ছেড়ে কাকে দেখি আর শুনি! এ গান যার গলাতেই শুনি অপূর্বর মতো ভালো আর কারোটা লাগে না। শিখে নাও আয়াশ ভাইয়া।’
মন্তব্য