► ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দ্বিতীয় সিজনে একসঙ্গে দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীকে। রিয়ালিটি শোতে মহাগুরু হিসেবে থাকবেন মিঠুন।
► চিত্রনাট্য দেখে নয়, কেবল অর্থের জন্যই অনেক ছবি করেছেন—অকপট স্বীকারোক্তি নওয়াজউদ্দিন সিদ্দিকীর। ভবিষ্যতেও করবেন বলে জানান অভিনেতা।
► জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’ যে কল্পনানির্ভর শো, সেটা নামের আগে উল্লেখ করতে নেটফ্লিক্সের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংস্কৃতিসচিব অলিভার ডাউডেন।
► যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অগ্নিকাণ্ডে জেনিফার লরেন্সের পৈতৃক বসতবাড়ি পুড়ে গেছে। লরেন্সের পরিবার একসময় এখানে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসত।
► ‘ফ্যালকন ক্রিস্ট’ খ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাবি ডালটন ৮৮ বছর বয়সে মারা গেছেন।
মন্তব্য