kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

নির্যাতন প্রতিরোধে

রংবেরং ডেস্ক   

২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্যাতন প্রতিরোধে

কৃতি শ্যানন

লকডাউনে দুনিয়াজুড়েই গৃহস্থালি নির্যাতন বেড়েছে। এ নিয়ে কিছুদিন আগে নিজের লেখা কবিতা পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার কৃতি শ্যানন দিলেন ভিডিও বার্তা। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে কৃতি বলেন, ‘আমরা একটা মহামারি পার করছি। হালে প্রকাশিত সব পরিসংখ্যানেই গৃহস্থালি নির্যাতনের হার বাড়ার কথা জানা গেছে। বিষয়টি নিয়ে সবার সোচ্চার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাঁরা এমন নির্যাতনের শিকার হয়েছেন বা প্রত্যক্ষ করেছেন, কেউই দয়া করে চুপ থাকবেন না, সামনে এসে অভিযোগ করুন।’

‘বেরেলি কি বরফি’ অভিনেত্রীর এই বার্তা মূলত তিন দিনের একটি ভার্চুয়াল আলোচনাকে কেন্দ্র করে। ভারতের ন্যাশনাল কমিশন অব ওম্যান আয়োজিত এই আলোচনায় অংশগ্রহণ করে গৃহস্থালি নির্যাতন নিয়ে যাঁর যাঁর অভিজ্ঞতা ভাগাভাগি করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। ‘ইন্ডিয়া এগেইস্ট অ্যাবিউজ অন ওম্যান’ শিরোনামের ভার্চুয়াল আলোচনাটি গতকাল শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল।

সূত্র : ফিল্মফেয়ার

মন্তব্যসাতদিনের সেরা